ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জাহাজের স্ক্র্যাপ চুরি, গ্রেফতার ১২ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
জাহাজের স্ক্র্যাপ চুরি, গ্রেফতার ১২  ...

চট্টগ্রাম: কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় অভিযান চালিয়ে লাইটারেজ জাহাজের স্ক্র্যাপ চুরির সময় ১২ জনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।  

বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে সদরঘাট নৌ থানার টহলদল কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে।

 

জানা গেছে, অভিযানে লাইটারেজ জাহাজ এমভি টিটু ৭ থেকে আমদানিকৃত স্ক্র‌্যাপ চুরির সময় জাহাজের মাস্টারসহ চোর চক্রের ১১ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ হাজার ২৫০ কেজি আমদানিকৃত স্ক্র‌্যাপ, ওয়ার সিল কাটার যন্ত্রসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

আটক৯ জনসহ ১২ জনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের হয়েছে।

আটককৃতরা হলেন- মো. জসিম উদ্দিন (৪০), মো. মোক্তার হোসেন (৩৭), মো. নাজমুল হাসান (২৪), মো. রাজিব খলিফা (২৫), মো. করিম উদ্দিন (২২), আব্দুর রহিম (৩০),  মো. জাহিদ (২১), মো. কালাম (৩৮), মো. আব্দুল (২৪), মো. ইদ্রিস (৩৫), সাজ্জাদ (২৩),  মো. আবু তাহের প্রকাশ আকাশ (২৪)।  

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় অভিযান চালিয়ে লাইটারেজ জাহাজের স্ক্র‌্যাপ চুরি দায়ে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।