ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ময়লার স্তূপ থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
ময়লার স্তূপ থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার  ...

চট্টগ্রাম: পটিয়ার বিসিক শিল্পনগরী এলাকা থেকে উজ্জ্বল সেন নামে (৩০) এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

মরদেহের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশের একটি ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উজ্জ্বল সেন পটিয়ার খরনা ইউনিয়নের মুজাফফরাবাদের বাবুল সেনের ছেলে।

তিনি নগরের ফ্রি-পোর্ট এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কোনও গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মারা গেছেন, অথবা কেউ তাকে হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।