ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মেধস আশ্রমে জেলা পূজা পরিষদের মহালয়া উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
মেধস আশ্রমে জেলা পূজা পরিষদের মহালয়া উদযাপন বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত।

চট্টগ্রাম: শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনায় মেধস আশ্রমে মহালয়া উদযাপন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা শাখা।  

রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় নগরীর আন্দরকিল্লা মোড় হতে বাস ও মাইক্রোবাসের শোভাযাত্রা সহকারে পূজার্থীদের নিয়ে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বোয়ালখালী করলডেঙ্গা মেধস আশ্রমের উদ্দেশ্যে রওনা হন।

সকাল থেকে মহালয়ার নানা মাঙ্গলিক অনুষ্ঠানমালা শুরু হয়। চণ্ডীপূজা, পুষ্পাঞ্জলি প্রদান শেষে পরিষদ নেতৃবৃন্দ মেধস আশ্রম প্রাঙ্গণে মহালয়াভিত্তিক আলোচনা সভা করেন।

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক প্রবীর কুমার পালের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শ্রীমৎ রবীশ্বরানন্দ পুরী মহারাজ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্ম্মা, বুলবুলানন্দ মহারাজ ও পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব।

পরিষদ নেতৃবৃন্দের মধ্যে এসময় উপস্থিত ছিলেন সুভাষ চৌধুরী, বিপুল কান্তি দত্ত, কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, বিশ্বজিৎ পালিত, কল্লোল সেন, সুগ্রীব মজুমদার দোলন, অধ্যাপক শিপুল দে, রিমন মুহুরী, মাস্টার অশোক নাথ, অমিত লালা, অনুপম চক্রবর্তী বাবু, সাজিব বৈদ্য, অপু বৈদ্য, অ্যাডভোকেট শেখর দত্ত, রাজীব দাশগুপ্ত, সুপায়ন সুশীল, নিউটন সরকার, অজিত বিশ্বাস, পলাশ বিশ্বাস, চেয়ারম্যান আব্দুল মন্নান, বিধান রক্ষিত, রাজীব চক্রবর্তী, পার্থ সারথী চৌধুরী, সুপর্ণা ভঞ্জ, বাবলী ঘোষ, তাপস বল, সরোজ চৌধুরী, বিষুরাম বসু, প্রভাষ চক্রবর্তী, বনস্পতি বিশ্বাস, লায়ন অজিত নাথ প্রমুখ।  

সভার শুরুতে চণ্ডীপাঠ ও ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়। সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান। শান্তিপূর্ণ পারস্পরিক সহ-অবস্থানের মাধ্যমে সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে হবে।  

পরিষদ নেতৃবৃন্দ পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করেন।  

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।