ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে হিসাববিজ্ঞান পরীক্ষায় অনুপস্থিত ৭২০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
চট্টগ্রামে হিসাববিজ্ঞান পরীক্ষায় অনুপস্থিত ৭২০ চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

চট্টগ্রাম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষায় ৭২০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এবারের এসএসসি পরীক্ষায় ১ লাখ ৫০ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বাংলানিউজকে এসব বিষয় নিশ্চিত করেছেন।  

জানা গেছে, চট্টগ্রামে ১২৫ কেন্দ্রে ৪৮ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৪৭ হাজার ৯৬৬ জন।

অনুপস্থিত ৫৮২ জন।

কক্সবাজারে ২৯টি পরীক্ষা কেন্দ্রে ৬ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৬ হাজার ৬৯৮ জন এবং অনুপস্থিত ৭৭ জন।

রাঙামাটি জেলায় ২১টি পরীক্ষা কেন্দ্রে ১ হাজার ৬৭৪ জনের মধ্যে অংশ নেয় ১ হাজার ৬৫৪ জন। অনুপস্থিত ২০ জন পরীক্ষার্থী।

খাগড়াছড়ি জেলায় ২৩টি পরীক্ষা কেন্দ্রে ১ হাজার ৯০৯ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৮৯০ জন এবং অনুপস্থিত ১৯ জন।

বান্দরবান জেলায় ১৫টি পরীক্ষা কেন্দ্রে ১ হাজার ১৫২ জনের মধ্যে অংশ নেয় ১ হাজার ১৩০ জন এবং অনুপস্থিত ২২ জন। ২১৩টি পরীক্ষা কেন্দ্রে মোট অনুপস্থিত ৭২০ জন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বাংলানিউজকে বলেন, ২০২২ সালের এসএসসি পরীক্ষার হিসাববিজ্ঞান বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৭২০ জন। পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল। সেইসঙ্গে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।