ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দেশের অর্থনীতি বেগবান করতে বিনিয়োগবান্ধব বেপজিয়া ভূমিকা রাখছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
দেশের অর্থনীতি বেগবান করতে বিনিয়োগবান্ধব বেপজিয়া ভূমিকা রাখছে ...

চট্টগ্রাম: দেশের অর্থনীতিকে আরও বেগবান করতে ইপিজেডে বিনিয়োগবান্ধব অ্যাসোসিয়েশন বেপজিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান।  

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ইপিজেড ইনভেস্টারস অ্যাসোসিয়েশনের (বেপজিয়া) সেন্ট্রাল অফিস পরিদর্শনকালে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (বেপজা)  নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এ মন্তব্য করেন।

বেপজিয়ার পরিচালকদের সঙ্গে নিয়ে বেপজার চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান সেকশান সেভেনের ব্যবস্থাপনা পরিচালক এসএম খান। অতিথিকে বেপজিয়ার পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।

 

পরে বেপজিয়ার নেতৃবৃন্দ বিনিয়োগকারীদের বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন বেপজিয়ার ভাইস প্রেসিডেন্ট খাজা মঈনুদ্দিন ফরহাদ, পরিচালক আজিজুল বারি চৌধুরী জিন্নাহ, অঞ্জন শেখর দাস এবং বেপজার কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।