ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড় কাটা, নদী দখল বন্ধের দাবি বাপসা’র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
পাহাড় কাটা, নদী দখল বন্ধের দাবি বাপসা’র ...

চট্টগ্রাম: পাহাড় কাটা, নদী দখল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন (বাপসা)।  

সোমবার (১০ অক্টোবর) সকালে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন (বাপসা) চট্টগ্রাম মহানগর ও উত্তর দক্ষিণ জেলার যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, পাহাড় কাটা, নদী দখল বন্ধ করতে হবে। রাজনৈতিক ছত্রছায়ায় থেকে যারা পরিবেশ বিনষ্টের কাজে লিপ্ত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

রাজনৈতিক ব্যানার দিয়ে পরিবেশ ধ্বংস করা যাবে না।  

তিনি আরও বলেন, আজ সারাদেশে পরিবেশের বিপর্যয় ঘটছে। দিন দিন কর্ণফুলী নদী দখল করা হচ্ছে,  অপরদিকে কর্ণফুলী নদীতে ময়লা আবর্জনার কারণে পানি দূষিত হচ্ছে। রাজনীতিতে কোনও পাহাড় খেকো, নদী দখলদারদের যেন জায়গা না হয়।  

এসময় পরিবেশবিদ ড. ইদ্রিস আলী বলেন, চট্টগ্রামকে ধীরে ধীরে সর্বদলীয় সন্ত্রাসীরা দখল করে ফেলছে। পরিবেশ বাঁচানোর জন্য, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা পরিবেশ ধ্বংসকারীদের ছাড় দেওয়া যাবে না। পরিবেশ সুরক্ষা সকলের জীবনে অনিবার্য। কর্ণফুলী নদী চট্টগ্রামের অর্থনীতির লাইফলাইন। আজ ধীরে ধীরে কর্ণফুলী নদী দখল হচ্ছে, নাব্যতা হারাচ্ছে। আসুন নদী দখলদারদের বিরুদ্ধে আমরা জেগে উঠি।  

বাপসা চট্টগ্রাম মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবু মোহাম্মদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) এর সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য ও বাপসার উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতিকুর রহমান।

মানববন্ধন সঞ্চালনা করেন বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন-বাপসার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু।  

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাপসার জাতীয় কাউন্সিলর জালাল উদ্দীন মনজু, আবুল কালাম আবু, সেলিম রেজা, নগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানে আলম, সহ-সভাপতি প্রফেসর ড. ওয়াজেদ আলী, মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।