ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উৎপল চৌধুরী (৫০) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার কানুনগোপাড়া ডিসি সড়কের বাদুড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

 

নিহত উৎপল চৌধুরী পূর্ব গোমদণ্ডী অবর্ণ চৌধুরী উকিল বাড়ির মৃত বাবুল চৌধুরীর ছেলে। তিনি দক্ষিণ ধোরলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

দুর্ঘটনায় আহত জাহানারা বেগম (৬০) নামে এক নারীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কান্তা অধিকারী বাংলানিউজকে বলেন, উৎপল চৌধুরীকে হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করা হয়। আহত জাহানারা বেগমকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বোয়ালখালী থানার উপ পরিদর্শক (এসআই) শফিকুর রহমান বাংলানিউজকে বলেন, দুটি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এক স্কুল শিক্ষকসহ ২ জন আহত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে উৎপল নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘন্টা, অক্টোবর ১০, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।