ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধু আইআইইউসি-জিএসসি আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
বঙ্গবন্ধু আইআইইউসি-জিএসসি আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ...

চট্টগ্রাম: বঙ্গবন্ধু আইআইইউসি-জিএসসি আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। এ টুর্নামেন্টে ১৪টি বিভাগের ১৪টি টিম নক আউট পদ্ধতিতে অংশগ্রহণ করছে।

বুধবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে আইআইইউসির কুমিরাস্থ ক্যাম্পাসে বঙ্গবন্ধু আইআইইউসি-জিএসসি আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।  

তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়া এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি খেলাধুলায় উৎকর্ষ অর্জনের করতে হবে।

এতে শিক্ষার্থীদের মানসিক বিকাশের পাশাপাশি, শারীরিক ফিটনেস আসবে।  

তিনি ছাত্রজীবনের স্মৃতি রোমন্থন করে বলেন, শারীরিক সুস্থতার জন্য শারীরিক চর্চা অনুশীলনসহ নানা ধরনের খেলাধুলায় অংশ নিতাম।

আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আইআইইউসির উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, আইআইইউসির উপ-উপাচার্য প্রফেসর ড. মছরুরুল মওলা, আইআইইউসির বোর্ড অব ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মুহাম্মদ, আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, এক্সামিনিশন কন্ট্রোলার প্রফেসর ড. এম গিয়াস উদ্দিন হাফিজ, আইআইইউসির রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির কো-কনভেনর যাহেদুর রহমান, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান জিএসসি গ্লোবাল সলিউশন এর ম্যানেজিং ডিরেক্টর মো. আকতার হোসাইন, ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট ডিভিশনের পরিচালক ড. মহিউদ্দিন মাহী, প্রক্টর ড. নেজামুল হক, পরিচালক ও বহদ্দারহাট অফিস কো-অর্ডিনেটর মো. ফয়সাল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ডিরেক্টর (ইনচার্জ) ও টুর্নামেন্ট কমিটির সদস্য মুহাম্মদ মাহফুজুর রহমান, স্পোর্টস ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আবদুস সেলিম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।