ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আগের অবস্থায় ফিরবে কর্ণফুলীর তীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
আগের অবস্থায় ফিরবে কর্ণফুলীর তীর ...

চট্টগ্রাম: কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসনের একটি দল পরিদর্শন করেছেন। এসময় দায় স্বীকার করে অবৈধ স্থাপনা অপসারণের অঙ্গীকার করেছেন দখলদাররা।

 

বুধবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে কর্ণফুলী কোল্ড স্টোরেজ ঘাট পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি গালিব চৌধুরী।  

এ সময় ঘাটের চলমান নদী ভরাটের কাজ বন্ধ করে তা দ্রুত উচ্ছেদ করতে নির্দেশ দেওয়া হয়।

কর্ণফুলী শিপ বিল্ডার্সের ব্যবস্থাপক নজরুল ইসলাম নদীর অংশ ভরাট করার কথা স্বীকার করে তা দ্রুত উচ্ছেদ করার অঙ্গীকার করেন।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান স্যার নদী ভরাট বন্ধ ও তা উচ্ছেদ করার বিষয়টি সরাসরি তদারকি করছেন। নদী দখল ও ভরাটকারীদের অবশ্যই উচ্ছেদ করা হবে। আমরা এসব স্থান পরিদর্শন করেছি। দখলদাররা বলেছেন, খুব শিগগিরই তারা এসব স্থাপনা সরিয়ে নেবেন।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।