ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এসআই’র ছিনতাই হওয়া মোবাইল ও মানিব্যাগ উদ্ধার, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
এসআই’র ছিনতাই হওয়া মোবাইল ও মানিব্যাগ উদ্ধার, গ্রেফতার ২ প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক এলাকায় পুলিশের এক উপ পরিদর্শকের (এসআই) ছিনতাই হওয়া মোবাইল ফোন, মানিব্যাগ, এটিএম কার্ড, ভিসা কার্ড ও ডেভিড কার্ড উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মো. রহমত (২৭) ও মো.  হাবিব নামের দুই ছিনতাইকারীকে।

 

বুধবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে বায়েজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে হিলভিউ আবাসিক এলাকার ৯ নম্বর সড়কের মুখে জেভকো প্রপার্টিজ ভবনের সামনে ওই এসআই’র মোবাইল ফোন, মানিব্যাগ, এটিএম কার্ড, ভিসা কার্ড ও ডেভিড কার্ড  এবং ১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজিম উদ্দিন মজুমদার বাংলানিউজকে বলেন, অভিযোগ পাওয়ার পর পাঁচলাইশ থানার একটি টিম বায়েজিদ এলাকাসহ বিভিন্ন স্থানের ১০০টিরও বেশি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। পরে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন মানুষের সহায়তায় বায়েজিদ এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।