ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অনিবন্ধিত ওষুধ ও ভেজাল প্রসাধনী বিক্রি, লাখ টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
অনিবন্ধিত ওষুধ ও ভেজাল প্রসাধনী বিক্রি, লাখ টাকা জরিমানা 

চট্টগ্রাম: নগরের জিইজি মোড়ের লাজ ফার্মাতে অনিবন্ধিত ওষুধ, অনুমোদনহীন শিশু খাদ্য এবং ভেজাল প্রসাধনী বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে অভিযানে এ জরিমানা করা হয়।

এতে সহযোগিতা করেন ওষুধ প্রশাসন অধিদফতর ও বিএসটিআই।  

জানা গেছে, অভিযানে লাজ ফার্মা থেকে বিপুল পরিমাণ অনিবন্ধিত বিদেশী ওষুধ, অনুমোদিত বিদেশী চকলেট ও বিদেশী প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়।

এছাড়াও কোন রেজিস্টার্ড ফার্মাসিস্টের উপস্থিতি ছাড়াই ওষুধ বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। এসময় প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ এবং ওষুধ আইন, ১৯৪০ অনুযায়ী ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।  

জেলা প্রশাসক মমিনুর রহমান বাংলানিউজকে বলেন, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে যে বা যারা এভাবে বিদেশী প্রসাধনী সামগ্রী, শিশুখাদ্য ও ঔষধ আমদানি বা বিক্রি করে তাদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এরূপ অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২ 
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।