ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মোটর ফেস্টে ‘প্রোটন পারসোনা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
মোটর ফেস্টে ‘প্রোটন পারসোনা’ ...

চট্টগ্রাম: ‘আমাদের রাস্তায় আমাদের গাড়ি, থাকবে সবার বাড়ি বাড়ি’ স্লোগানের পিএইচপি অটোমোবাইলস বাজারে আনলো ‘প্রোটন পারসোনা’ সিগনেচার ২০২২ মডেলের সেডান কার।

নগরের জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মোটর ফেস্টের প্রথম দিনেই এ গাড়িটি উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এ সময় নতুন গাড়িটি সম্পর্কে জানান পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ।  

পিএইচপি অটোমোবাইল সূত্রে জানা গেছে, মোটর ফেস্টে স্পট বুকিংয়ের মাধ্যমে নতুন সেডান কারটিতে মূল্যছাড় দেওয়া হচ্ছে।

১৫০০ সিসিটির ভিভিটি ইঞ্জিনের ব্রান্ড নিউ কারটিতে ৫ বছর বা দেড় লাখ কিলোমিটার সার্ভিস ওয়ারেন্টিসহ ৫টি ফ্রি সার্ভিস দেওয়া হবে। সম্পূর্ণ লেদারসিটসহ ৬টি এয়ারব্যাগ, ৩৬০ ডিগ্রি স্পন্সরযুক্ত ১৬ ইঞ্চির অ্যালুমিনিয়াম চাকা এবং ৬ ইউএসবি পোট সমৃদ্ধ অ্যান্ড্রয়েড সুবিধাসহ স্মার্টফোন কানেকটিভিটি সুবিধা রয়েছে।  

ইলেকট্রিক্ট স্ট্যাবিলিটি কনট্রোল ছাড়াও ব্যাকওয়ার্ড রাস্তায় চলাচলের সুবিধার্থে ট্রাকশন কনট্রোল সিস্টেম এবং এলইডির ডে টাইম রানিং লাইটসহ হেডলাইটগুলো এলইডি ও অটো ফাংশন সমৃদ্ধ।  

পিএইচপি অটোমোবাইলের প্যাভেলিয়নে রয়েছে প্রোটন সাগা এমসি, দেশের  প্রথম টকিং কার মিনি এসইউভি এক্স-৫০ ও ২০২১ মডেলের প্রোটন এক্স-৭০ এসইউভিসহ বিভিন্ন দামের মোটরসাইকেল।  

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।