ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আইআইইউসি’র মাস্টার্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
আইআইইউসি’র মাস্টার্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন  ...

চট্টগ্রাম: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর সায়েন্সেস অব হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স ১ম ব্যাচের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।  

সম্প্রতি ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টের সভাপতি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।

প্রধান আলোচক ছিলেন উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।  

প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, সায়েন্সেস অব হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ইলমে হাদীসের ওপর উচ্চতর গবেষণা করতে হবে।

বাংলাদেশের আনাচে কানাচে হাদিস শিক্ষার আলো পৌঁছে দিতে হবে।  

সায়েন্সেস অব হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নাজমুল হক নাদভী এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শরীয়াহ অনুষদের ডীন প্রফেসর ড. এম শাকের আলম শাওক, ইসলামিক স্কলার ড. মো. আব্দুল্লাহ ফারুক, ড. মুহাম্মদ মুসলেহ উদ্দিন এবং শিক্ষকমণ্ডলী।  

বাংলাদেশ সময়:  ১৩১০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।