ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জাহাজ দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে র‍্যানকন গ্রুপ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
জাহাজ দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে র‍্যানকন গ্রুপ ...

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলার ইছানগরের সি রিসোর্স ঘাটের বয়া এলাকায় মাছ ধরার জাহাজ দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে র‍্যানকন গ্রুপ।

শনিবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় সদরঘাট কার্যালয়ে এ উপলক্ষে দোয়া মাহফিল ও মেজবানের আয়োজন করা হয়।

নিহতদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় চেক।

এসময় ৫ লাখ টাকার চেক গ্রহণ করেন নিহত আব্দুল মোতালেব এর পুত্র রাকিব, ২০ লাখ টাকার চেক গ্রহণ করেন সেইলর মো. আবুল বাশারের পিতা মুজিবুর রহমান, গ্রিজার প্রদীপ চৌধুরীর স্ত্রী মিনা বেগম (২০ লাখ), ফিশিং মাস্টার জহির উদ্দীনের স্ত্রী জোবায়দা আক্তার এবং পুত্র রকিবুল হাসান (২০ লাখ), সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলামের স্ত্রী ফেরদৌস বেগম (৫০ লাখ), চীফ অফিসার সাইফুল ইসলাম এর স্ত্রী আয়েশা আক্তার (৫০ লাখ) এবং ক্যাপ্টেন ফারুক বিন আব্দুল্লাহর স্ত্রী আরেফিন জাহান গ্রহণ করেন ১ কোটি টাকার চেক।

 

চেক প্রদানকালে উপস্থিত ছিলেন র‍্যানকন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রোমো রউফ চৌধুরী, র‍্যানকন ওশিয়ানার পরিচালক রোমান রউফ চৌধুরী, র‍্যানকন হোল্ডিং এর ম্যানেজিং ডিরেক্টর ফারহানা করিম, বিভাগীয় পরিচালক মাশিদ রহমান, নির্বাহী পরিচালক তানভীর শাহরিয়ার রিমন, মার্কেন্টাইল মেরিন ডিভিশনের প্রিন্সিপাল অফিসার গিয়াস উদ্দীন, মেরিন ফিশারিজ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি কমোডর সৈয়দ আরিফুল ইসলাম, র‍্যানকন ওশিয়ানার জেনারেল ম্যানেজার এবং হেড অব অপারেশন তারেকুজ্জামান সরকার, র‍্যানকন সি ফিশিং এর জেনারেল ম্যানেজার নাভিন আনোয়ার।

দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়। বক্তারা অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।  

গত ১১ অক্টোবর রাতে র‍্যানকন ওশিয়ানা কোম্পানির ‘এফবি মাগফেরাত’ নামের মাছ ধরার জাহাজ ডকইয়ার্ডে মেরামতের জন্য ওঠানোর সময় ডুবে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।  
র‍্যানকন গ্রুপ নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোয় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।