ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ডিবি পরিচয়ে ট্রেন পরিচালককে নিয়ে যাওয়ার অভিযোগ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
ডিবি পরিচয়ে ট্রেন পরিচালককে নিয়ে যাওয়ার অভিযোগ  ...

চট্টগ্রাম: রেলওয়ে স্টেশন থেকে ডিবি পরিচয়ে  ইমরুল কায়েস নামের এক ট্রেন পরিচালককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।  

শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

ইমরুল কায়েস নাজিরহাটগামী ডেমু ট্রেন পরিচালনা করতেন।

জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে নাজিরহাটগামী ডেমু ট্রেনে দায়িত্ব পালন করতে আসেন ইমরুল কায়েস।

ওই সময় সাদা পোশাকে চার-পাঁচজনের একটি টিম ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায়।  

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বাংলানিউজকে বলেন, ডিবি পরিচয় দিয়ে ইমরুল কায়েস নামের ডেমু ট্রেনের পরিচালককে সন্ধ্যার দিকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে খবর নিয়ে জানতে পারি, ডিবি (দক্ষিণ) তাকে নিয়ে গেছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে, কি কারণে তাকে নিয়ে গেছে, তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।