ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

২৬১ বস্তা চিনি জব্দ করে ন্যায্যমূল্যে বিক্রি!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
২৬১ বস্তা চিনি জব্দ করে ন্যায্যমূল্যে বিক্রি! পাহাড়তলী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী বাজার দুইটি দোকান থেকে ৫০ কেজির ২৬১ বস্তা চিনি জব্দ করে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশনা দিয়েছে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের একটি টিম। ওই দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

 

বুধবার (২৬ অক্টোবর) অধিদফতরের বিভাগীয় ও জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।  

অধিদপ্তরের সহকারী প‌রিচালক নাসরিন আক্তার বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ১০টা থেকে অ‌ভিযা‌ন শুরু হয়।

চিনির মূল্য তালিকা প্রদর্শন না করা, পাকা ভাউচার না রাখা ও বেশি মূল্যে চিনি বিক্রির অপরাধে ফারুক ট্রেডিংকে ৫০ হাজার টাকা ও উত্তরবঙ্গ ট্রেডিংকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। চিনির বিভিন্ন পাইকারি দোকান এবং তাদের গুদামে অবৈধভাবে চিনি মজুদ করছে কিনা তা তদারকি করা হয়। এসময় একটি দোকানে ১৮১ বস্তা ও আরেকটি দোকানে ৮০ বস্তা চিনি পাওয়া যায়। পাহাড়তলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতির নেতৃত্বে মজুদ করা চিনি ন্যায্যমূল্যে বিকির জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।  

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সহায়তায় পরিচালিত অভিযানে অংশ নেন অ‌ধিদপ্তরের সহকারী প‌রিচালক দিদার হোসেন 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নাসরিন আক্তার।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
এআর/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।