ঢাকা, শুক্রবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে ৫৬টি স্বর্ণের বার উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
শাহ আমানতে ৫৬টি স্বর্ণের বার উদ্ধার ...

চট্টগ্রাম:  শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দারা ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করেছেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম বিমানবন্দরে শুল্ক গোয়েন্দার একটি দল শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় এসব স্বর্ণ উদ্ধার করেন। দুবাই থেকে আসা ফ্লাইটের যাত্রীর কাছে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. সাইফুর রহমান জানান, চব্বিশ ক্যারেটের ওই স্বর্ণের বারগুলোর ওজন ছয় কেজি ৫২৪ গ্রাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-148 ফ্লাইটের বিজনেস ক্লাস 4J সিটের নিচে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। যার বাজার মূল্য ৪ কোটি ৪৮ লাখ টাকা। তবে এসব স্বর্ণের মালিককে পাওয়া যায়নি। এ ব্যাপারে পতেঙ্গা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।