ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পানিতে ভাসছে হাতির মরদেহ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
পানিতে ভাসছে হাতির মরদেহ  ...

চট্টগ্রাম: লোহাগাড়ার চুনতি ইউনিয়নের সাতঘরে বন্য হাতির মৃত্যু হয়েছে।  

রোববার (২৭ নভেম্বর) সকালে ৮ নম্বর লম্বাশিয়া পাহাড়ি এলাকায় হাতির মরদেহ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

তারা বলছেন, রাতে হাতিটি গর্তে পড়ে যায়। পরে আর উঠতে পারেনি।

মৃত হাতির আনুমানিক বয়স ২ বছর। বিষয়টি বনবিভাগকে জানানো হয়েছে। প্রায় প্রতিদিনই এখানে হাতির দল আসে। বর্তমানে ১০-১২টি বন্যহাতির দল পার্শ্ববর্তী বনাঞ্চলে অবস্থান করছে।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা শফিকুল আলম বাংলানিউজকে বলেন, ঘটনার খবর পেয়ে সেখানে আমাদের কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। হাতিটি উদ্ধারে তারা কাজ করছেন৷ তবে কি কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।