ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জাল নোটসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
জাল নোটসহ যুবক আটক ...

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা থেকে আট হাজার টাকার জাল নোটসহ মোহাম্মদ ইউনুচ (৩৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।  

রোববার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী ক্যান্টিনের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মোহাম্মদ ইউনুচ পটিয়ার কুসুমপুরা এলাকার ইলিয়াস খাঁ বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বাংলানিউজকে বলেন, আট হাজার টাকার জাল নোটসহ মোহাম্মদ ইউনুচ নামের ওই যুবককে আটক করা হয়েছে।

তিনি বয়স্ক সিএনজি অটোরিকশা চালকদের টার্গেট করে জাল নোট দিয়ে ভাড়া দেন। রাত সাড়ে এগারটার দিকে হাসপাতালে তৃতীয় শ্রেণির কর্মচারী ক্যান্টিনে জাল নোট দেন এক সিএনজি অটোরিকশা চালককে। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।