ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মধুসূদন স্মরণ অনুষ্ঠানে রবীন্দ্রনাথের ছবি!

ডেস্ক ‍রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১২
মধুসূদন স্মরণ অনুষ্ঠানে রবীন্দ্রনাথের ছবি!

ঢাকা : মাইকেল মধুসূদন দত্ত স্মরণ অনুষ্ঠানের ব্যানারে যদি রবীন্দ্রনাথের ছবি থাকে তাহলে কি বলা যায়? বিষয়টিকে যদি আমরা বিভ্রাট বলি, তাহলে সেই ছবি বিভ্রাটই ঘটিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ।

মধু কবির জন্মদিন স্মারক অনুষ্ঠানের ব্যানারে রবীন্দ্রনাথের ছবি দেখে অনুষ্ঠানস্থলে আসা অতিথিদের মধ্যে গুঞ্জন শুরু হলে অবশেষে নিঃশব্দে সরিয়ে নেওয়া হয়েছে সেই ব্যানার।



বুধবার সন্ধ্যায় ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চে এ ছবি বিভ্রাটের ঘটনা ঘটে।

সরকারি কর্মকর্তারা বরাবরের মতোই এ নিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। তারা বলছেন, ব্যানার যারা তৈরি করেন, এটা তাদেরই ভুল।

সংস্কৃতি দফতরের কর্তারা অবশ্য রাত পর্যন্ত এই ‘রাবীন্দ্রিক অনুপ্রবেশ’-এর বিষয়ে জানতেন না বলেই দাবি করেছেন। তারা বলেছেন, এই বিভ্রান্তি দুঃখজনক, বিষয়টি আমরা খতিয়ে দেখব।

বাংলাদেশ সময় : ১০৫৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১২

সম্পাদনা : আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।