ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ৭২ ঘণ্টার ট্যাক্সি ধর্মঘটের ডাক

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১২

কলকাতা : ভাড়া বৃদ্ধির দাবিতে এপ্রিলের তৃতীয় সপ্তাহে ৭২ ঘণ্টার ট্যাক্সি ধর্মঘটের সিদ্ধান্ত নিলো বেঙ্গল ট্যাক্সি ইউনিয়নসহ কয়েকটি ট্যাক্সি সংগঠন।

বৃহস্পতিবার সংগঠনগুলোর এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।



এদিনের বৈঠকের পর ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, বেশ কিছুদিন ধরে সরকারের কাছে ট্যাক্সির ভাড়া বৃদ্ধির আর্জি জানানো হলেও সরকার কোনো পদক্ষেপ নেয়নি।

তাছাড়া দমদম বিমানবন্দর চত্বরের ট্যাক্সি পরিচালনার দায়িত্ব বিধাননগর পুলিশ নিজেদের হাতে নেওয়ার সিদ্ধান্ত প্রভৃতির প্রতিবাদে তাদের এই ট্যাক্সি ধর্মঘটের ডাক।

নির্দিষ্ট কোন্ দিনে এই ধর্মঘট হবে তা দু’একদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে বলে জানানো হয়।

এদিন পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর চত্বরের ট্যাক্সি পরিচালনা নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়ায় এবং তা খতিয়ে দেখার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশ এ দায়িত্ব নেওয়ার পর সেখানকার ট্যাক্সির সার্ভিস চার্জ ১৩ রুপি থেকে কমিয়ে ১০ রুপি করা হবে।

উল্লেখ্য, এতদিন কলকাতার ট্যাক্সি পরিচালনার দায়িত্ব ছিল বেঙ্গল ট্যাক্সি ইউনিয়নের হাতে। আগামী ১৪ এপ্রিল থেকে বিমানবন্দরের ট্যাক্সি পরিচালনার দায়িত্ব নিজেদের হাতে নিতে চলেছে বিধাননগর পুলিশ।

বাংলাদেশ সময় : ১৮১২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১২

আরডি
সম্পাদনা : কাজল কেয়া, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।