ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ছিটমহল বিনিময় : দিনহাটা শহরে মানববন্ধন

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১২

শিলিগুড়ি : ছিটমহল বিনিময়ের দাবিতে আমরণ অনশনরত সমন্বয় কমিটির সহ-সম্পাদক দীপ্তিমান সেনগুপ্তর সমর্থনে কুচবিহার জেলার দিনহাটা শহরে বৃহস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এদিন দুপুর ১২টা থেকে ১২টা ৫ মিনিট পর্যন্ত শহরের ২ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন হয়।

মানববন্ধনে ৩ হাজার মানুষ অংশ নেন।

সাধ‍ারণ মানুষ ছাড়া দিনহাটা কলেজের ছাত্রছাত্রীরাও এতে অংশ নেন।

এদিকে, অনশনের ১৮ দিনে দীপ্তিমান সেনগুপ্তর শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি হয়েছে। চিকিৎসকরা তাকে এদিন পরীক্ষা করেন।

জানা গেছে, তার শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে। অন্যান্য রাসায়নিকের উপাদান কমে গেছে।

বিভিন্ন মহল থেকে তাকে অনশন তুলে নেওয়ার অনুরোধ করলেও তিনি তার দাবিতে অনড়।

বৃহস্পতিবার তিনি বাংলানিউজকে বলেন, ‘ছিটমহলের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবো। অনেক অপেক্ষা হয়েছে আর নয়। এবার এর শেষ দেখতে চাই। ’

বাংলাদেশ সময় : ১৯১৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১২
আরডি
সম্পাদনা : কাজল কেয়া, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।