ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মালদা থেকে জালনোট চক্রের পাণ্ডা গ্রেফতার

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১২

শিলিগুড়ি : জালনোট চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করল রাজ্য সিআইডি। ধৃতের নাম লুফতার হক।



শুক্রবার সকালে মালদহের বৈষ্ণবনগর থেকে তাকে গ্রেফতার করে সিআইডির একটি বিশেষ দল। তাকে জেরা করে জানা যায়, পার্শবর্তী একটি দেশ থেকে জালনোট আমদানি করে দক্ষিণ ভারতে পাচার করতো সে। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

এর আগে অন্ধ্রপ্রদেশের পুলিশ মালদহে জালনোট চক্রের সুর্নিষ্ট তথ্য জানায় সিআইডিকে।

সেই তথ্যের ভিত্তিতে এদিন অন্ধ্র পুলিশ ও সিআইডি একযোগে হানা দিয়ে লুফতারকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর জালনোট। এদিনই ধৃতকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।

 বাংলাদেশ সময় : ১৫৪০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১২

আরডি
সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।