ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

২৪ বছরে এমআরসিপি ডিগ্রি নিয়ে গিনেস বুকে শুভেন্দু

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১২

কলকাতা : সবচেয়ে কম বয়সে এমআরসিপি বা মেম্বারশিপ অফ রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানের ডিগ্রি পেয়ে গিনেস বুকে জায়গা করে নিলেন হাওড়ার শুভেন্দু ভট্টাচার্য।

মাত্র ২৪ বছর বয়সে লন্ডন থেকে এমআরসিপি ডিগ্রি নেওয়ায় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রশংসাপত্রও তার কাছে এসে গেছে।

আপাতত বিনা পয়সায় দরিদ্র্যদের চিকিৎসা চালালেও তার স্বপ্ন, নিউরোসায়েন্স নিয়ে গবেষণা।
 
হাওড়া শহরের রামরাজাতলার ভট্টাচার্যপাড়ার বাসিন্দা শুভেন্দু ২০০৮ সালে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ২০০৯ সালে এমআরসিপি কোর্সের জন্য ভর্তি হন রয়্যাল ফিজিশিয়ান কলেজ অফ লন্ডনে।

মাত্র ২৪ বছর বয়সেই এমআরসিপি ডিগ্রি লাভ করেন শুভেন্দু। শুভেন্দুর সাফল্যকে স্বীকৃতি দিয়ে দিন কয়েক আগেই শুভেন্দুর হাতে পৌঁছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রশংসাপত্র। এর আগেও বিদেশের নামি জার্নালে প্রকাশিত হয়েছে তার গবেষণাপত্র।

শুভেন্দুকে সম্মান জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকেও। শুক্রবার তার বাড়িতে যান স্থানীয় বিধায়ক তথ্যমন্ত্রী অরূপ রায়। তিনি শুভেন্দু এই সাফল্যর জন্য তাকে রাজ্য সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান।

বাংলাদেশ সময় : ১৩৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১২

আরডি
সম্পাদনা : ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।