ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রশ্নপত্র ফাঁস, ত্রিপুরায় স্থগিত স্নাতক স্তরের পরীক্ষা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  প্রশ্ন পত্র ফাঁস হয়ে যাবার দরুন স্থগিত করা হল ত্রিপুরা বিশ্ববিদ্যালয় পরিচালিত স্নাতক স্তরের বিভিন্ন পরীক্ষা।

শনিবার ছিল বিশ্ববিদ্যালয়ের পার্ট টু’র রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক পরীক্ষা।

এর আগেই এই পরীক্ষার প্রশ্নপত্র ছাত্র ছাত্রীদের কাছে চলে আসে। ফলে বাধ্য হয়ে এদিনের পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ।

সাবধানতা অবলম্বন করে আগামী ৭ এপ্রিল পর্যন্ত সমস্ত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়।

৯ এপ্রিল থেকে আগের নির্ধারিত সময় সূচীতেই হবে সমস্ত পরীক্ষা।
 
দোষীদের খুঁজে বের করতে পুলিশে অভিযোগও জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে একটি উচ্চ পর্যায়ের কমিটিও। এই কমিটি দেখবে আগামী পরীক্ষাগুলো যাতে স্বাভাবিক ভাবে গ্রহণ করা যায়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।
ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজ্যে ১৭ টি ডিগ্রি কলেজ রয়েছে। গত ২২ তারিখ থেকে সব কলেজে পরীক্ষা নেয়া শুরু হয়।

এভাবে প্রশ্ন পত্র ফাঁস হয়ে যাবার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবার দাবি জানিয়েছে।

বাংলাদেশ সময়: ০৬৪১ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১২

সম্পাদনা:রাইসুল ইসলাম নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।