ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে রেললাইন পার হতে গিয়ে নিহত ৫

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১২

কলকাতা: রেল লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত হলেন ৫ জন। শনিবার এই মর্মান্তিক ঘটনা ঘটে হাওড়া জেলার সাঁতরাগাছি স্টেশনে।



প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, দুপুর ২.১৫ মিনিট নাগাদ ডাউন ত্রিচুরাপল্লি-শালিমার এক্সপ্রেস ৪ নং প্লাটফর্মে থামার পর সেই ট্রেন থেকে নেমে ফুটব্রিজ ব্যবহার না করে লাইন পেরিয়ে ৬নং প্লাটফর্মে যাওয়ার চেষ্টা করে কিছু যাত্রী।

ওই লাইন দিয়ে একই সময়ে আসা রাঁচি-হাওড়া আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ৫ জনের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। মৃতদের মধ্যে ২ জন মহিলা ও ৩ জন পুরুষ। মৃতদের মধ্যে ২ জনের পরিচয় জানা গেছে।

এরা হলেন কলকাতার ঝন্টু দে ও নদীয়ার নাসিরা খান। বাকিদের জিনিসপত্র খতিয়ে দেখে তাদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ঘটনার পর আরপিএফ ও জিআরপি ঘটনাস্থলে এসে মৃতদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় বেশ কিছু সময় ৬ নং লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকে।

বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১২
আরডি
সম্পাদনায়:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।