ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সংবাদপত্রের কালো তালিকা নিয়ে মমতাকে চিঠি কংগ্রেসের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০১২

কলকাতা: রাজ্য সরকারে ঘোষিত সংবাদপত্রের কালো তালিকা নিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রদীপ ভট্টাচার্য রোববার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সংবাদপত্র এবং সাংবাদিকের স্বাধীনতা প্রত্যাহারের বিষয়ে চিঠি দিলেন।

এই চিঠিতে তিনি জানিয়েছেন, সংবাদপত্রে সেন্সরসিপ চালু করা অসাংবিধানিক।

এতে মানুষের কথা বলার স্বাধীনতার ওপরে হস্তক্ষেপ করা হচ্ছে। এই নিয়ে বুদ্ধিজীবীদের মধ্যে বিতর্কের ঝড় উঠেছে। তাই এ বিজ্ঞপ্তি অবিলম্বে বন্ধ করতে হবে। লাইব্রেরির পাঠকেরাও এ ব্যাপারে আপত্তি তুলেছে। এতে সরকারের সম্মান বাড়ছে না।

এছাড়া তিনি বলেন, বিভিন্ন জায়গায় সাংবাদিক নিগ্রহ হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি যাদবপুরে সাংবাদিক নিগ্রহ হয়। ক’দিন আগে বর্ধমান মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারেরা সাংবাদিকদের মারধর করে। কিন্তু তাদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ ঘটনাগুলোকে কড়া হাতে দমন করা উচিত। সরকার সেই দিকে না হেঁটে উল্টোটাই করছেন বলেই তার অভিমত।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১২

আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।