ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নয়া প্রিন্ট মিটার বিতর্ক, কোর্টে যাচ্ছেন ট্যাক্সি মালিকরা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, এপ্রিল ২, ২০১২

কলকাতা: নয়া প্রিন্ট মিটারের জন্য কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে আবেদনপত্র জমা দিতে না পারায় সোমবার কলকাতার সড়কে নামেনি প্রায় ৩ হাজার ট্যাক্সি।

এর মধ্যেই প্রিন্টারসহ নয়া মিটার বসানোর জন্য বাড়তি সময় চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন ট্যাক্সি মালিকরা।

পরিবহন দফতরের কর্মীদের একাংশের বিরুদ্ধেও ব্যবস্থার আর্জি জানাবেন তারা।

অন্যদিকে, ট্যাক্সির নয়া মিটার নিয়ে বিতর্কের মধ্যেই সোমবার দুপুরে সরকারি আইনজীবী ও পরিবহন দফতরের কর্তাদের সঙ্গে মহাকরণে বৈঠকে করবেন পরিবহনমন্ত্রী মদন মিত্র।

মহানগরীতে এ মুহূর্তে চলাচলকারী ট্যাক্সির সংখ্যা প্রায় ৩৪ হাজার। এর মধ্যে অর্ধেকেরও বেশি ট্যাক্সিতে এখনো পর্যন্ত নতুন প্রিন্ট মিটার বসেনি। ৭ হাজার ট্যাক্সি নয়া মিটারের জন্য আবেদন করেনি বলে পরিবহন দফতর সূত্রে জানা গেছে।

বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল গুহর অভিযোগ, মোটর ভেহিকেলসের কাউন্টার বন্ধ থাকায় নতুন মিটারের জন্য আবেদন করা যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি একটি জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ৩১ মার্চের মধ্যে প্রিন্টারসহ নতুন মিটারের আবেদন করতে হবে ট্যাক্সি চালক ও মালিকদের। অন্যথায় ট্যাক্সির পারমিট বাতিল করা হবে।

কিন্তু গত শনিবার, হাইকোর্টের নির্দেশকে কার্যত অমান্য করার অভিযোগ ওঠে রাজ্য সরকারের পরিবহন দফতরের বিরুদ্ধে। ওই দিন ট্যাক্সি চালক ও মালিকরা অভিযোগ করেন, তারা নতুন মিটারের আবেদন জমা দিতে গেলেও বেলা সোওয়া দুটো পর্যন্ত আলিপুর মোটর ভেহিকেলস-এ এই আবেদন জমা নেওয়ার জন্য কাউন্টারই খোলা হয়নি।

এর ফলে, ট্যাক্সি চালক ও মালিকরা আবেদন জমা দিতে পারেননি। এই নিয়ে বেলতলা মোটরভেহিকেলস দফতের চরম বিশৃঙ্খলা তৈরি হয়। ক্ষুব্ধ চালক ও মালিকরা পথ অবরোধও করেন। পরে পুলিসের হস্তক্ষেপে সাময়িকভাবে সমস্যা মেটে।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।