ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গ্যাসের দামবৃদ্ধি, ধর্মঘটে অটো চালকরা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০১২

কলকাতা: অটো ও ট্যাক্সিচালকদের প্রতীকী ধর্মঘটে সপ্তাহের প্রথম দিনেই চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়লেন নিত্যযাত্রীরা। এক ধাক্কায় এলপিজির দাম অনেকটা বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ অটোচালকেরা।

তারই প্রতিবাদে সোমবার কলকাতার ৯টি রুটে প্রতীকী ধর্মঘট পালিত হয়।

এলপিজির দাম বেড়েছে এক ধাক্কায় অনেকটাই। একই সঙ্গে জরিমানার অঙ্কও বেশ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।

অটোচালকদের অভিযোগ, এই দুয়ের মধ্যে পড়ে ঢাকের দায়ে মনসা বিক্রির দশা তাদের।

এলপিজির দামে ছাড় ও জরিমানা নীতি পুনর্বিবেচনার দাবিতে এদিন পার্কসার্কাস, বড়বাজার, শিয়ালদহ, উল্টোডাঙা, লেকটাউন, বেলগাছিয়া, গিরীশপার্ক, গড়িয়া এবং গোলপার্ক রুটে অটো চলেনি বললেই চলে।
অফিসমুখো নিত্যযাত্রীরা অটো-ট্যাক্সি না পেয়ে নাকাল হন।

বাংলাদেশ সময় : ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১২
আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।