ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সেনাবাহিনীর ট্রাক দুর্নীতিতে প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলো বিজেপি

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১২

নয়াদিল্লি: ভারতীয় সেনাবাহিনীর টাট্রা ট্রাক কনট্র্যাক্টে দুর্নীতির জন্য প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনিকেই দায়ী করেছে বিজেপি। সেই সঙ্গে তারা মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে।



সোমবার বিজেপি সাংসদ প্রকাশ জাভরেকর বলেন, অ্যান্টনি গোটা বিষয়টি আগেই স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিতে পারতেন। কিন্তু তিনি এটা করেননি। ২০০৯ সালে যখন বর্তমান স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জানান, তখনই ব্যবস্থা নেওয়া উচিত ছিল।

বিজেপির অভিযোগ, নিজের সরকারের স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ এই বিষয়ে প্রতিরক্ষামন্ত্রীকে আগেই সাবধান করে দিয়েছিল। তা সত্ত্বেও কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি অ্যান্টনি? একই সঙ্গে কংগ্রেস শাসিত ইউপিএ সরকারকে দুর্নীতির ‘হলমার্ক’ বলে মনে করে বিজেপি।

এরপরও তদন্ত করতে কেন ৩০ মাস লাগিয়ে দিল প্রতিরক্ষা মন্ত্রণালয়? তার অভিযোগ, ‘এই ব্যর্থতার দায় প্রতিরক্ষামন্ত্রীকেই নিতে হবে। মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা তার কোনো অধিকার নেই। অ্যান্টনির পদত্যাগ করা উচিত। ’

একই সঙ্গে জাভরেকর  বলেন, বর্তমানে ইউপিএ সরকার দুর্নীতির ‘হলমার্কে’ পরিণত হয়েছে। কমনওয়েলথ গেমস থেকে শুরু করে টুজি দুর্নীতি। সমস্ত কিছুতেই সরকারের মুখ পুড়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১২

আরডি
সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, নিউজরুম এডিটর/রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।