ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিপিএম পলিটব্যুরো থেকে অব্যাহতি চান বুদ্ধদেব

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১২

কলকাতা: অসুস্থতার কারণ দেখিয়ে পলিটব্যুরো থেকে অব্যাহতি চান বুদ্ধদেব ভট্টাচার্য৷ এবিষয় নিয়ে তিনি চিঠি লিখেছেন প্রকাশ কারাটকে৷ যাচ্ছেন না বুধবার থেকে শুরু হতে চলা পার্টি কংগ্রেসেও৷

বুদ্ধদেব ভট্টাচার্য, অব্যহতি পেলে তার জায়গায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের পলিটব্যুরোতে ঢোকার জোরালো সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

একের পর এক পলিটব্যুরো বৈঠকে অনুপস্থিত৷ অনুপস্থিতি কেন্দ্রীয় কমিটির বৈঠকেও৷ বুদ্ধদেব ভট্টাচার্যের এ অনুপস্থিতি নিয়ে সিপিএমের মধ্যেই জল্পনা জোরালো হচ্ছিলো৷ কেন বারবার দলের সর্বোচ্চ নীতি-নির্ধারক কমিটির বৈঠকে হাজির হচ্ছেন না বুদ্ধবাবু? তা নিয়ে পলিটব্যুরোর ভিন রাজ্যের কয়েকজন সদস্য ইতিমধ্যে প্রশ্নও তুলেছেন ৷

এই প্রেক্ষাপটে ৪ এপ্রিল থেকে কেরলের কোঝিকোড়ে শুরু হচ্ছে সিপিএমের ২০তম পার্টি কংগ্রেস৷ আর তার আগেই পলিটব্যুরো থেকে অব্যহতি চেয়ে চিঠি দিলেন সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ পাশাপাশি, পার্টি কংগ্রেসেও যাচ্ছেন না তিনি৷

সিপিএম সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পলিটব্যুরো থেকে অব্যহতি চেয়েছেন তিনি৷ সম্প্রতি দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে সেই চিঠি পড়ে শোনানো হয়৷

তার বক্তব্য, বর্তমান শারীরিক পরিস্থিতিতে সর্বভারতীয়স্তরে দলের জন্য কিছু করা তার পক্ষে সম্ভব নয়৷ তবে, রাজ্যস্তরে তিনি তার দায়িত্ব পালন করছেন৷  

সূত্রটি আরো জানাচ্ছে, অব্যহতি চাওয়ার পর তাকে দলের অন্দরে বোঝানোর চেষ্টা চললেও, নিজের সিদ্ধান্তে তিনি যে অনড় তা বুঝিয়ে দিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী৷

ঘনিষ্ঠমহলে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন,  ফুসফুসের শ্বাসপ্রশ্বাস জনিত যে রোগে তিনি ভুগছেন, তাতে দূরে যাওয়া কিংবা টানা বক্তব্য পেশ করা তার পক্ষে সম্ভব নয়৷ তাই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন৷

এদিকে, বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষপর্যন্ত সিপিএম শীর্ষ নেতৃত্ব অব্যহতি দিলে, এ রাজ্য থেকে সূর্যকান্ত মিশ্রের পলিটব্যুরোতে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১২
আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।