ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উর্দুকে পশ্চিমবঙ্গে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ২, ২০১২

কলকাতা : যে ভাষার বিরুদ্ধে লড়াই করে বাঙালির স্বাধীনতা সংগ্রাম শুরু হয়। তারই ধারবাহিকতায় জন্ম নেয় বাংলাদেশ।

এবার সেই উর্দু সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেল ভারতের বাঙালি সংখ্যগরিষ্ঠ অন্যতম রাজ্য পশ্চিম বাংলায়।

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠাতা জেরে উর্দুকে বাংলার মতো সরকারি ভাষা হিসেবে গ্রহণ করে তৃণমূল জোট সরকার।

যদিও এই স্বীকৃতি দেওয়ার প্রস্তাব নতুন নয়, রাজ্যের মুসলমান জনগোষ্ঠীর মধ্যে অবাঙালিদের মুখ্য ভাষা উর্দু। গত বিধানসভা নির্বাচনের আগে ক্ষমতায় আসলে উর্দুকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেবেন বলে বলেছিলেন মমতা ব্যানার্জি।

নতুন সরকার গঠনের ১০ মাসের মধ্যে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন তিনি।

উল্লেখ্য, ভারতে মোঘল আমলে বিভিন্ন ভাষাভাষীর সৈন্যরা নিজেদের মধ্যে কথা বলার জন্য এই অভিন্ন ভাষাটির জন্ম দেন। যা মূলত ভারতের উত্তর অংশ থেকে পশ্চিমাংশ ও পূর্বে ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে দেশ ভাগের পর উর্দু পাকিস্তানের রাষ্ট্র ভাষা হয়। অন্যদিকে, ভারতে হিন্দি, বাংলাসহ ১৮টি স্বীকৃত ভাষার মতো উর্দুও রাষ্ট্র ভাষা হয়। উত্তরপ্রদেশ রাজ্যে উর্দু সরকারি ভাষা হয়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১২

আরডি
সম্পাদনা : ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।