ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সড়ক দুর্ঘটনায় তৃণমূল নেতাসহ নিহত ২

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১২

কলকাতা: সড়ক দুর্ঘটনায় তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য সঞ্জয় ঘোষসহ আরো একজন নিহত হয়েছেন।

সোমবার হাওড়ার জেলার চামরাইল-কোনা মোড়ে সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহত অপর ব্যক্তির নাম রঞ্জন লস্কর বলে জানা গেছে।

এ দুর্ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা একটি ট্রাকে ভাঙচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। এসময় আরো পুড়িয়ে দেওয়া হয় ৪০টি দোকান।

স্থানীয় দমকলের ৫টি গাড়ি ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে পরিস্থিতি সামাল দিতে গিয়ে উত্তেজিত জনতার বাধার মুখে পড়ে পুলিশ। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে জনতা পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায় এবং দমকল বাহিনীর গাড়ি ঢুকতে বাধা দেয়। পরে ৠাফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার জন্য ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১২

আরডি
সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।