ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার রাস্তায় অটো চালকদের দফায় দফায় অবরোধ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১২

কলকাতা: কলকাতার অটো রিকসা চলাচল বন্ধ রেখে মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন স্থানে রাস্তা অবরোধে অংশ নিয়েছে অটো চালকরা।

এর ফলে উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন স্থানে অফিস সময়ে ভোগান্তির শিকার যাত্রীরা।

গ্যাসের দাম বৃদ্ধি, পুলিশি নির্যাতনসহ বেশি কিছু দাবিতে লেকটাউন-নাগেরবাজার, লেকটাউন-যশোর রোড, লেকটাউন-উল্টোডাঙা, গড়িয়া-গোলপার্ক, গিরীশ পার্ক-মানিকতলাসহ কলকাতার বিভিন্ন রুটে অটো বন্ধ রাখে অটো চালকরা।

উল্টোডাঙা, মানিকতলা, রাসবিহারী বেলগাছিয়াসহ বেশকিছু জায়গায় মঙ্গলবার রাস্তা অবরোধে সামিল হয় অটোচালকরা। তাদের অবরোধে স্তব্ধ হয়ে যায় যানচলাচল। বিপর্যস্ত হয়ে পড়ে ট্রাফিক ব্যবস্থা।

এদিকে বিভিন্ন স্থানে অবরোধের সময় বাস ভাঙচুর করে অটো চালকরা। এতে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে তারা।

পরে পুলিশ অবরোধ তুলতে গিয়ে বেশকিছু স্থানে লাঠি চার্জও করে। চলে অটো চালকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া। গ্রেফতার করা হয় বেশ কয়েকজন অটো চালককে। অবরোধের ফলে কলকাতার সর্বত্র শুরু হয়েছে ব্যাপক ট্রাফিক জ্যাম। এর ফলে শহর কার্যত অবরুদ্ধ।

রাস্তায় বেরিয়ে অটো বন্ধ দেখে অফিসযাত্রী, স্কুল ও কলেজ পড়ুয়ারা পায়ে হেঁটেই গন্তব্যের দিকে রওনা হয়েছে। উল্টোডাঙায় পুলিশ এসে অবরোধ তুলতে চাইলে অটোচালকরা তাণ্ডব চালায়। ভাঙচুরও চালায় একাধিক বাসে৷

শহরের অন্যতম ব্যস্ত রাস্তা ভিআইপি রোডের গোলাঘাটার মোড়ের কাছে অবরোধ ঘিরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা।

অটো চালকদের দাবি, সম্প্রতি গ্যাসের দাম অনেকটাই বেড়ে গেছে। এর পাশাপাশি অটোতে ৪ জনের বেশি যাত্রী তুললে ও অন্যান্য কারনে পুলিশ জরিমানা ধার্য করছে। ফলে অটো চালিয়ে লাভ হচ্ছে না।

এর প্রতিবাদেই তারা অটো বন্ধ রেখে বিক্ষোভের পথে যেতে বাধ্য হয়েছেন বলে অটো চালকরা জানান।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১২
আরডি
সম্পাদনা : ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।