ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বাড়ছে না অটো রিকশার ভাড়া

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১২

কলকাতা : এখনই বাড়ছে না অটোভাড়া। কলকাতা জুড়ে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে অটোচালকদের অবরোধের মধ্যেই মঙ্গলবার মহাকরণে জানিয়ে দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভানেত্রী দোলা সেন।



গত দুদিনে অটোচালকদের লাগাতার প্রতিবাদ, অবরোধে শহরের বিভিন্ন অঞ্চল অশান্ত হয়ে ওঠায় পরিবহণ মন্ত্রী মদন মিত্র মহাকরণে জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন দোলা সেন, পুলিশকর্তা সহ সংশ্লিষ্ট আধিকারিকরা।

অন্যদিকে, অটোচালকদের আন্দোলন রুখতে কার্যত সম্মুখ সমরে নামলেন তৃণমূল বিধায়ক পরেশ পাল।

কাঁকুড়গাছি-ফুলবাগান এলাকায় দলীয় কর্মীসমর্থকদের নিয়ে পরেশবাবু অটোচালকদের ওপর চড়াও হন। চালকদের মারধর করেন তিনি। কান ধরে চালকদের ওঠবোসও করান পরেশ পাল। এ হামলার পক্ষে সাফাইও দিয়েছেন এই তৃণমূল বিধায়ক। ঠিক কাজই করেছেন বলে মন্তব্য করেছেন তিনি।

পরেশ পালের মত ফুলবাগানেও অটোচালকদের বিরুদ্ধে পথে নেমেছিলেন এলাকার তৃণমূল কাউন্সিলর এবং কলকাতা পৌরসভার মেয়র স্বপন সমাদ্দার। তার সঙ্গে অটোচালকদের বেশ কিছুক্ষণ ধরে বচসাও হয়।

এদিন সকাল থেকেই এলপিজি’র দামবৃদ্ধির প্রতিবাদে অটোচালকদের অবরোধ আন্দোলনের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে কলকাতার বিভিন্ন এলাকা। ফুলবাগান, মানিকতলা, উল্টোডাঙা, রাসবিহারী, তারাতলা, বেহালা, রুবি মোড় সহ মহানগরীর বিভিন্ন জায়াগায় বিক্ষোভ, অবরোধে সামিল হয়েছেন অটোচালকরা।

দিনের ব্যস্ত সময়ে অটো না পেয়ে ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। সেইসঙ্গে নতুন মিটার ইস্যুতে প্রায় ৩ হাজার ট্যাক্সি পথে না নামায় মানুষের দুর্ভোগ আরো বেড়েছে। গতকাল ৯টি রুটের অটো চালকরা প্রতীকী ধর্মঘট করেছিলেন।

এর আগে, সোমবারই, একদিনের প্রতীকী ধর্মঘটে সামিল হয়েছিলেন পার্কসার্কাস, বড়বাজার, শিয়ালদহ, উল্টোডাঙা, লেকটাউন, বেলগাছিয়া, গিরীশপার্ক, গড়িয়া এবং গোলপার্কের মত মোট ৯টি রুটের অটোচালকরা। তাদের দাবি ছিল, এলপিজি গ্যাসের দামে ছাড় দেওয়ার পাশাপাশি জরিমানা নীতি পুনর্বিবেচনা করতে হবে সরকারকে।

গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে কয়েকটি রুটে অটোচালকদের একদিনের ধর্মঘট। সেইসঙ্গে নতুন মিটার বিতর্কে ট্যাক্সির আকাল। আর এর জেরে দিনভর ভোগান্তির শিকার হলেন সাধারণ মানুষ।

একদিকে যেমন হাওড়া স্টেশনেও ট্যাক্সি না পেয়ে সমস্যায় পড়েন দূরপাল্লার যাত্রীরা, অন্যদিকে ব্যস্ত রুটগুলিতে অটো বন্ধের পাশাপাশি ট্যাক্সির সংখ্যা কম থাকায় শহরের বিভিন্ন এলাকায় কমবেশি একই রকম ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা।

দুশ্চিন্তা বাড়িয়ে চলতি সপ্তাহে ৩ থেকে ৪ দিনের ধর্মঘটে যাচ্ছে ট্যাক্সি চালকদের ইউনিয়ন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ধর্মঘটের দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১২

আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।