ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যের জন্য অর্থের দাবিতে মমতার ফের দিল্লি সফর

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১২

কলকাতা: রাজ্যের জন্য ফের অর্থের দাবি নিয়ে স্বপারিষদ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ৯ ও ১০ এপ্রিল তিনি সেখানে বৈঠক করবেন।

তিনি মূলত প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান মন্টেক সিং আলুয়ালিয়ার সঙ্গে বৈঠক করবেন।

মুখ্যমন্ত্রীর এই সফর সঙ্গী হবেন অর্থমন্ত্রী অমিত মিত্র, বিদ্যুৎমন্ত্রী মনিশ গুপ্ত, পঞ্চায়েত ও গ্রামন্নোয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় নগরন্নোয়ন মন্ত্রী ফিরাদ হাকিম, মুখ্যসচিব সমর ঘোষ ও বিভিন্ন দফতরের আধিকারিকরা।

গত বছর নতুন সরকারের জন্য কেন্দ্রীয় প্লানিং কমিশন ২২ হাজার ২১৪ কোটি রুপি বরাদ্দ করেন। এই টাকা তার আগের বছরের তুলনায় ২৪ শতাংশ বেশি ছিল।

মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আগে পশ্চিমবঙ্গকে আর্থিক সঙ্কট থেকে রক্ষা করতে হবে। কারণ পূর্বের সরকার যে বিশাল পরিমাণ ঋণ রেখে গেছে তার থেকে বেরুতে হবে। ’

এদিকে, নর্থ ব্লকের আশঙ্কা এবার মুখ্যমন্ত্রী অনেক বেশি পরিমাণ আর্থিক অনুদান চাইবে কেন্দ্রের কাছ থেকে। তবে বর্তমান রাজ্য সরকার কর থেকে ৩০শতাংশ মাত্র আয় করতে পেরেছে। মুখ্যমন্ত্রী কেন্দ্রকে ৩ বছর সুদ(মরেটোরিয়াম) মুকুবের কথা আগেই জানিয়েছিলেন। সেটা যে সম্ভব নয় তা কেন্দ্র জানিয়ে দিয়েছে।

ফলে আবার তিনি বিশেষ প্যাকেজের জন্য লড়বেন বলে আশা করা যায়। কারণ ইউপিএ সরকার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যথেষ্ট চাপে রয়েছে। সেক্ষেত্রে তৃণমূলের সমর্থন তাদের প্রয়োজন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী রাজ্যের তহবিলের কত টাকা আনতে পারেন এখন সেটাই দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১২
আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।