ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ফেসবুকে ঢুকে গেল আগরতলা পুর পরিষদ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ফেসবুকে ঢুকে গেল রাজধানী আগরতলা। নাগরিক পরিষেবা আরও উন্নত করতে জনসংযোগ মাধ্যমের বিস্তার করছে আগরতলা পুর পরিষদ।

এরই অংশ হিসাবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকেও এখন থেকে পাওয়া যাবে আগরতলা পুর পরিষদকে।

এ খবর জানিয়েছেন পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সোনাল গোয়েল।

তিনি জানান, ‘নতুন প্রজন্মকে তার শহর সম্পর্কে আরও ওয়াকিবহাল রাখা এবং একাত্ম করাই আমাদের মূল উদ্দেশ্য। এ জন্যই এ উদ্যোগ। ’

‘এর পাশাপাশি মানুষ তার সমস্যার কথাও জানাতে পারবেন ফেসবুকের মাধ্যমে। জানতে পারবেন পুর পরিষদের নতুন সব কাজকর্মের কথাও। কারণ, নাগরিকদের অনেকেই এখন তথ্য প্রযুক্তির ব্যবহার করছেন। ’  

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১২

তন্ময় চক্রবর্তী
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।