ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট নিয়ে পৃথক বৈঠকে তৃণমূল ও কংগ্রেস

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১২

কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন ও রাজ্যে চলা মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতেই সরকারে আসার পরে এই প্রথম ‘ভোট-পরীক্ষা’ পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করছে তৃণমূল ও কংগ্রেস।

শনিবার একই দিনে জোট সঙ্গী দুই দলই আলাদাভাবে তাদের বিধায়ক ও শীর্ষস্থানীয় নেতাদের এক বৈঠক ডেকেছে।

পঞ্চায়েত নির্বাচনে নিজেদের শক্তি, কৌশল ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্যই এ বৈঠক বলে রাজনৈতিক শিবিরের খবর।

৫ বছর আগে যে পঞ্চায়েত ভোটে প্রথম তৃণমূল তৎকালীন ক্ষমতাশীল দলের ভীত নড়িয়ে দিয়েছিল ৫ বছর পর ফের সেই পঞ্চায়েত ভোটের আগে দলের সাংগঠনিক শক্তি ‘যাচাই’ করতে চাইছেন মমতা ব্যানার্জি।

তাই শনিবারই একসঙ্গে দলের ১৮৪ জন বিধায়ককে নিয়ে তৃণমূলনেত্রী বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী। এইদিন কোনো বিধায়ক যাতে বৈঠকে অনুপস্থিত না থাকেন তার জন্য বিশেষ নির্দেশও দেওয়া হয়েছে।

এ বৈঠক থেকেই দলের বিভিন্ন সংগঠন কোন জেলায় কীভাবে ভোটের প্রস্তুতি নেবে এবং সরকারের উন্নয়নমূলক কাজগুলো নিয়ে মানুষের কাছে গিয়ে প্রচার করবে তার জেলাওয়াড়ি পথনির্দেশ দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

তৃণমূল যখন বাইপাশের ধারে তৃণমূল ভবনে বৈঠক করবেন সেদিনই দলের মন্ত্রী, সাংসদ-সহ নেতাদের নিয়ে পঞ্চায়েত ভোট নিয়ে প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে বৈঠকে বসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।

এ বৈঠকে পঞ্চায়েত ভোট নিয়ে দলের নেতাদের মতামত নেওয়া হবে বলে জানা গেছে। জোট বেধে লড়াই না একলা চলার নীতি তা এ বৈঠক থেকে উঠে আসবে বলে মনে করা হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১২

আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।