ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কালবৈশাখিতে কলকাতাসহ দক্ষিণবঙ্গ বিপর্যস্ত

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১২

কলকাতা: দক্ষিণবঙ্গে আছড়ে পড়ল কালবৈশাখী। ঝড় হয়েছে কলকাতা, হাওড়া এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে।

এদিন ঘণ্টায় ৯২ কি.মি. বেগে কালবৈশাখী তাণ্ডব চালায় বাংলার বিভিন্ন প্রান্তে।

এক ধাক্কায় তাপমাত্রা নেমে যায় অনেকটাই। বিক্ষিপ্ত বৃষ্টিতে স্বস্তির শ্বাস ফেললেন রাজ্যবাসীরা। এদিন রাত ৮টা পর্যন্ত ঝড় বয়ে যায় কলকাতার ওপর দিয়ে। শহরের বিস্তীর্ণ এলাকা হয়ে যায় অন্ধকার।

বিঘ্নিত হয় ট্রেন চলাচল। গত শনিবারের মতো শিয়ালদা দক্ষিণ শাখায় ফের বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। তবে ওই শাখায় ৯টা ১৫ পর্যন্ত কিছুটা স্বাভাবিক হয়ে যায় আম জনতার লাইফ লাইন।

ব্যান্ডেল-বর্ধমান লাইনের মাঝে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙেও ট্রেনে বিঘ্ন ঘটে। বর্ধমান-কাটোয়া শাখাতেও থমকে যায় ট্রেন। দুর্ভোগে পড়েন ঘরমুখী অসংখ্য যাত্রী। হাওড়া ময়দান অঞ্চলে উপড়ে যায় বেশ কিছু গাছ। উত্তর কলকাতার কেশবচন্দ্র স্ট্রিটে
বাড়ি ধসে দুজন আহতও হয়েছেন।

অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারও কলকাতাসহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকবে এবং তাপমাত্রা কমে যাবে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বয়ে যাবে বিক্ষিপ্ত ঝড়। মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, হুগলিসহ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি, উত্তরবঙ্গে আরও ৩ দিন বৃষ্টি চলবে।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১২
আরডি
সম্পাদনা : ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।