ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় পানীয় জলের জন্য হাহাকার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  বৃষ্টির প্রতীক্ষায় ত্রিপুরা রাজ্যবাসী। প্রায় ছয় মাস ধরে কোনো বৃষ্টি নেই ত্রিপুরায়।

শুকনো মৌসুমের কারণে জলের তীব্র হাহাকার চলছে গোটা রাজ্য জুড়ে। আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে, ৩-৪ দিনের মধ্যে বৃষ্টি হবে।
সবচেয়ে সমস্যা হচ্ছে পাহাড়ি এলাকাগুলোতে। জলের প্রায় প্রতিটি উৎস শুকিয়ে আছে পাহাড়ে। পাহাড়ি এলাকার প্রায় ৮০টি জায়গায় ট্যাংকারে করে জল পৌঁছে দিতে হচ্ছে প্রশাসনকে।

পানীয় জল ও জনস্বাস্থ্য দপ্তরের প্রধান প্রকৌশলী বিশু দেববর্মা জানিয়েছেন, এ বছর জলের স্তর অনেক নিচে চলে গেছে। গত বছরও জলের স্তর এতো নিচে নামেনি।

রাজ্যে যতো সেচ প্রকল্প রয়েছে তার প্রায় সবই অকেজো হয়ে আছে।

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টি দেখা না দিলে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১২

তন্ময় চক্রবর্তী
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।