ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মনমোহনের বিশেষ দূতের অভিযোগ

বাংলাদেশ থেকে সন্ত্রাসী কার্যক্রম এখনও চলছে

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১২
বাংলাদেশ থেকে সন্ত্রাসী কার্যক্রম এখনও চলছে

নয়াদিল্লি: বাংলাদেশের ভেতর থেকে সন্ত্রাসবাদী সংগঠনগুলো এখনো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিশেষ দূত সতিন্দর কে লাম্বা।

নয়াদিল্লিতে বৃহস্পতিবার এক সেমিনারে দেওয়া বক্তব্যে লাম্বা এ কথা বলেন।



তিনি মনমোহন সিংয়ের পাকিস্তান ও আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত।  

বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা বিষয়ক ওই সেমিনার আয়োজন করে নয়াদিল্লিভিত্তিক ‘অবজারভার রিসার্চ ফাউন্ডেশন’ ও ঢাকাভিত্তিক বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট।  

লাম্বা বলেন, ‘সন্ত্রাস নির্মূলে প্রতিবেশী দেশটির (বাংলাদেশ) সরকারের ক্রমাগত প্রচেষ্টা সত্বেও দেশটি থেকে সন্ত্রাসবাদী সংগঠনগুলো তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ’

তিনি বলেন, ‘সন্ত্রাসী, জঙ্গি, উগ্রপন্থিরা যে কোনো ধরনের আইন বা সীমান্ত রেখা মানে না তা তো আমরা সবাই জানি। এ রকমই কিছু সংগঠন বাংলাদেশে ঘাঁটি গেঁড়ে ভারতে জালটাকা ছড়িয়ে যাচ্ছে। ’

সন্ত্রাসবাদ নির্মূল করতে বাংলাদেশ ও ভারতের সরকারের মধ্যে আরো বেশি সহযোগিতা প্রয়োজন বলেও মত দেন লাম্বা।

সন্ত্রাসদমনে বাংলাদেশ সরকারের ঐকান্তিক আগ্রহ ও প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘ক্ষতিকর এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঢাকার কর্মতৎপরতাকে আমরা ধন্যবাদ জানাই। ’  

দু’দেশের মধ্যে স্বাক্ষরের অপেক্ষায় থাকা অপরাধী বন্দি বিনিময় চুক্তি খুব দ্রুত সই হওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশ ও ভারতের সীমান্ত গলিয়ে আন্তঃসীমান্ত অপরাধীরা সক্রিয় বলে মন্তব্য করে তিনি বলেন, ‘অস্ত্র, মাদক, জালটাকাসহ নারী ও শিশুপাচারকারীরা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ’

এসব অপরাধের ফল দুই দেশকেই ভোগাচ্ছে বলেও মনে করেন সতিন্দর কে লাম্বা।

প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সই হওয়া স্থল সীমান্ত চুক্তি অনুসমর্থনের প্রক্রিয়া সম্পন্ন করতে ভারত বদ্ধপরিকর বলেও জানান তিনি।

সেমিনারে অংশ নিতে ঢাকা থেকে বেসরকারি পর্যায়ে ১২ সদস্যের এক প্রতিনিধিদল নয়াদিল্লি যায়। শুক্রবার সেমিনার শেষ হবে।     

বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১২  
একেআর/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।