ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যের ইমামদের পর এবার মাসিক ভাতার দাবি পুরহিতদের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের বিভিন্ন মসজিদের ইমামদের মাসিক ভাতা দেওয়ার ঘোষণার পর এবার সরকারের কাছে মাসিক ভাতা চালু করার আবেদন জানাল পুরহিতদের সংগঠন হাওড়া পণ্ডিত সমাজ।

সংস্কৃত পণ্ডিতদের এই সংগঠনের দাবি, মাসে ৫ হাজার টাকা করে ভাতার ব্যবস্থা করুক সরকার।



সংগঠনের সভাপতি শাস্ত্রজ্ঞ মুরারীমোহন বেদান্তাদি তীর্থশাস্ত্রি দাবি, অনেক পুরোহিতের আর্থিক সঙ্গতি খুবই খারাপ। অনেক সংস্কৃত পণ্ডিত চতুষ্পাঠী বা টোল চালালেও সেরকম কোনও আর্থিক সাহায্য পান না।

অভিযোগ, বাম সরকারকে বার বার এ বিষয়ে জানিয়েও কোনও ফল হয়নি। তাই নতুন সরকারের কাছে ভাতার দাবি জানিয়েছেন তারা।

উল্লেখ্য, গত মঙ্গলবার নেতাজি ইন্ডোরে ইমামদের সম্মেলনে রাজ্যের ৩০ হাজার ইমামকে মাসে আড়াই হাজার টাকা করে সাম্মানিক ভাতা দেওয়ার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ইমামদের উন্নয়নে গঠিত টাস্ক ফোর্স তাঁর প্রস্তাব অনুমোদন করলে পয়লা বৈশাখ থেকেই চালু হয়ে যাবে ভাতা। এর পরই ভাতার দাবি জানাল হাওড়া পণ্ডিত সমাজ।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।