ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে চিটফ্যান্ড নিয়ে সরব কংগ্রেস

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১২

কলকাতা: রাজ্যের চিটফান্ডগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগে কার্যত পশ্চিমবঙ্গ সরকারকেই কাঠগড়ায় দাঁড় করালেন মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী।

অবশ্যই এর আগে তৃণমূল সাংসদ সোমেন মিত্র চিটফান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছিলেন৷ এবার চিটফান্ডগুলোর বিরুদ্ধে সরব হলেন মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী ৷

তার অভিযোগ, রাজ্যে ব্যাঙের ছাতার মতো চিটফান্ড গজিয়ে উঠছে৷ লাখ লাখ মানুষকে প্রতারিত করছে তারা ৷

আবু হাসেমের দাবি, রাজ্যের ৮টি চিটফান্ডের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে দু’মাস আগে প্রথম চিঠি দিয়েছিলেন তিনি ৷তারপর ২০দিন আগে ফের চিঠি দেন৷

এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দফতরের তরফে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হলেও, কোনো উত্তর দেয়নি রাজ্য প্রশাসন৷

তাই দ্বিতীয় চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ কংগ্রেস সাংসদের দাবি, রাজ্য সরকারেরই উচিত চিটফান্ডগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ৷

তৃণমূলের সাংসদরাও চিটফান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বলে দাবি মালদার কংগ্রেস সাংসদের৷

চিটফান্ডের বিরুদ্ধে রাজ্য সরকারের ব্যবস্থার নেওয়ার দাবিতে সরব হয়েছেন মালদার আরেক কংগ্রেস সাংসদ তথা রাজ্য যুব কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূর-ও৷

ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে এ রাজ্যের বেশ কয়েকটি চিটফান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তৃণমূল সাংসদ সোমেন মিত্র৷

জানুয়ারি মাসে মনমোহন সিংহকে লেখা চিঠিতে তিনি স্পষ্ট অভিযোগ করেছেন, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার কর্পোরেট এজেন্ট পরিচয়ে বিভিন্ন চিটফান্ড গ্রামীণ মানুষজনের কাছ থেকে টাকা তুলে তাদের সঙ্গে প্রতারণা করছে৷

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১২
আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।