ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ফিরোজা বেগমকে বঙ্গসম্মান দিচ্ছে পশ্চিমবঙ্গ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১২
ফিরোজা বেগমকে বঙ্গসম্মান দিচ্ছে পশ্চিমবঙ্গ

কলকাতা : উপমহাদেশের কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগমকে বঙ্গসম্মান সম্মাননা দেওয়ার কথা ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

১২ এপ্রিল কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে গানমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।



সেই সঙ্গে তাকে দেওয়া হবে এই সম্মাননার আর্থিক মূল্য ১ লাখ রুপি ও ক্রেস্ট।

ফিরোজা বেগম ছাড়াও এদিন বিশিষ্ট শিল্পী দ্বীজেন মুখার্জি, সন্ধ্যা মুখার্জি ও রবীন্দ্রসংগীত শিল্পী সুবীর সেনকেও এ সম্মাননা প্রদান করা হবে।

এদিন গান মেলার উদ্বোধনী সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন শ্রীকান্ত আচার্য, পণ্ডিত অজয় চক্রবর্তী, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত ও নচিকেতা।

উল্লেখ্য, ফিরোজা বেগমই প্রথম বাংলাদেশি যিনি এই সম্মাননা পেতে চলেছেন।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১২
আরডি
সম্পাদনা: কাজল কেয়া ও ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।