ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করে দলকে মজবুত করতে মমতার নির্দেশ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটকে সামনে রেখে দলীয় সংগঠনকে মজবুত করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এবার থেকে সিপিএমের কায়দায় সর্বক্ষণের ক্যাডার নিয়োগ দেবে তৃণমূল৷ বুথ ভিত্তিক ৫ জন করে ক্যাডার তৈরি হবে৷

শনিবার তৃণমূল ভবনে দলীয় বৈঠকে এ কথা জানালেন মমতা ব্যানার্জি৷ গোষ্ঠী-কোন্দল ও দুর্নীতি দমনে কড়া হুঁশিয়ারিও দেন তিনি।



পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ দেখে দলীয় সংগঠনকে আরও মজবুত করতে চান মমতা৷ অন্যদিকে, দলের মধ্যে অন্তর্কলহ শক্ত হাতে মোকাবিলা করতে চান তিনি৷

তৃণমূল ভবনে দলের সাংসদ, বিধায়ক, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, ব্লক ও জেলা সভাপতিদের নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রী আরো বলেন, ২১ জুলাইয়ের আগে প্রতিটি বুথে ৫ জন করে সক্রিয় ক্যাডার তৈরি করা
হবে। তারাই হবেন দলের নিচু তলার মূল স্তম্ভ ৷ জেলা সভাপতি, ব্লক সভাপতি, বিধায়ক ও সাংসদরা বুথ ভিত্তিক ক্যাডারদের নাম সুপারিশ করবেন৷

তিনি আরো বলেন, তাদের মধ্যে থেকেই বেছে নেওয়া হবে দলের হোলটাইমারদের ৷ছাত্র-যুব-মহিলা-বয়স্কদের নিয়ে তৈরি করা হবে বিভিন্ন গ্রুপ। জেলা কমিটিকে সক্রিয় করতে প্রতি মাসে অন্তত ৩টি বৈঠক করতে হবে ৷ না হলে কমিটি বাতিল ৷

তিনি নির্দেশ দেন, পার্টিকে অনেক বেশি সময় দিতে হবে। জনপ্রতিনিধিদের দলের সঙ্গে যোগাযোগ আরও নিবিড় করতে হবে৷ ভালো ব্যবহার করতে হবে মানুষের সঙ্গে৷

রাজ্যে ক্ষমতায় আসার পর তৃণমূলের মধ্যে গোষ্ঠী-কোন্দল, দুর্নীতি, মাথা চাড়া দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

দলীয় নেতাদের উদ্দেশ্যে মমতা বলেন, যারা দলবাজি করবেন, তাদের থাকার দরকার নেই৷ কোনো রকম উপদলীয় কাজ বরদাস্ত করা হবে না৷

দুর্নীতি দমনে তৃণমূল নেত্রীর নির্দেশ, দলীয় কোনো অনুষ্ঠানের নামে চাঁদা তোলা যাবে না। ‘এলাম, থাকলাম, লুটেপুটে খেলাম’-এটা তৃণমূলে চলবে না৷ ইচ্ছেমতো জলাভূমি ভরাট করে প্রোমোটিং চলবে না৷

বিরোধীদের ওপর অত্যাচার না করে রাজনৈতিক ভাবে তাদের মোকাবিলারও পরামর্শ দেন মমতা।

বৈঠক সূত্রে জানা গেছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় বৈঠকে বলেন, তৃণমূল কংগ্রেস না থাকলে তাদের সহযোগী দল ৬টি লোকসভা আসনও পেত না।

তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কেন্দ্রে ইউপিএ-টু’র ‘রিমোট কন্ট্রোল’ মমতা ব্যানার্জি তথা তৃণমূলের হাতেই রয়েছে।

পাশাপাশি তৃণমূল কংগ্রেস এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্যে এগোবে বলে স্পষ্ট করে দিয়েছেন মুকুল রায়।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১২
আরডি
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।