ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বস্তি উচ্ছেদের প্রতিবাদকারী গ্রেফতার ৬৯

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১২

কলকাতা: রাজ্যে পুরমন্ত্রী ফিরাদ হাকিমের কাছ থেকে পুনর্বাসনের আশ্বাস না পেলে বিক্ষোভ চলবে বলে জানিয়ে দিলেন দক্ষিণ কলকাতার বাইপাসের নোনাডাঙার উচ্ছেদ হওয়া বস্তিবাসীরা।

রেববার সকালে রুবি মোড়ে বস্তি উচ্ছেদের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করেন উচ্ছেদ হওয়া বস্তিবাসীরা।

অনুমতি না নিয়ে অবস্থানের অভিযোগে ৬৯ জনকে গ্রেফতার করে পুলিশ।

এদের মধ্যে ব্যক্তিগত জামিনে ছাড়া পেয়েছেন ৬৫ জন। বাকি ৪ জন জামিন পাননি।

বস্তিবাসীদের সঙ্গেই গ্রেফতার করে এপিডিআর, মাতঙ্গিনী মহিলা সমিতি এবং উচ্ছেদ প্রতিরোধ কমিটির সদস্যেরও। ধৃতদের লালবাজারের সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়া হয়।

গত বুধবার নোনাডাঙায় উচ্ছেদ হওয়া বস্তিবাসীদের রুবি মোড়ে বিক্ষোভ মিছিলে লাঠি চালায় পুলিশ। আহত হন ১০ জন। আহতদের মধ্যে ছিলেন একজন ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীও।

অভিযোগ, বুধবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম পরিদর্শনে গেলেও, উচ্ছেদ হওয়া বস্তিবাসীদের অভিযোগ শোনা তো দূরঅস্ত, তাদের সঙ্গে দেখাও করেননি মন্ত্রী।

রোববারের বিক্ষোভের জন্য মাওবাদী প্রভাবিত সংগঠন এবং সিপিআইএমের হাত রয়েছে বলে অভিযোগ করেছিলেন পুরমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১২

আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।