ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা হাইকোর্টের ৭ বিচারপতির শপথ নিয়ে জটিলতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১২

কলকাতাঃ কলকাতা হাইকোর্টে সোমবার শপথ নেননি ৭ বিচারপতি। হাইকোর্টের ১৫০ বছরের ইতিহাসে এটি নজিরবিহীন ও বিভ্রান্তিকর ঘটনা।



ফলে চরম জটিলতা তৈরি হয় বিচার্য বিষয় নিয়ে। রাষ্ট্রপতি এতে সই করলেও রাজ্য সরকারের পক্ষ থেকে সই করা হয়নি।

সুপ্রিমকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী এই সাত বিচারপতির নাম প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। সেখান থেকে তা রাষ্টপতির দফতরে আসে।

মুখ্যমন্ত্রী তাতে সই করে রাজ্যপালের কাছে পাঠানোর কথা ছিল। রাজ্যপালের অনুমতিক্রমে প্রধান বিচারপতি জয় নারায়ন প্যাটেলের আজ সোমবার এই সাত বিচারপতির শপথ নেওয়ানোর কথা। মুখ্যমন্ত্রী তাতে সই না করায় জটিলতা তৈরি হয়।

এদিন ওই ৭ বিচারপতিদের শপথ নেওয়ার কথা ছিল। সেই অনুযায়ী তারা বিভিন্ন এজলাসের দায়িত্ব নেবেন। এদিন কাজে এসে আইনজীবীরা বিচারকদের নামের জায়গায় ফাঁকা দেখান।

আইনজীবীদের বলা হয়, ৫ই এপ্রিলের বিচার্য বিষয় নিয়ে কাজ হবে। ফলে চরম বিভ্রান্তি সৃষ্টি হয়। তাই বেশিরভাগ এজলাসে আইনজীবীরা যাচ্ছেন না। দুরদূরান্ত থেকে মানুষ এসে হয়রানির শিকার হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১২
আরডি/
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, সিনিয়র নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।