ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক সিলেবাসে কবি সুকান্ত থাকছেন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২
পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক সিলেবাসে কবি সুকান্ত থাকছেন

কলকাতা: মার্কস-এঙ্গেলসের পর এবার কবি সুকান্ত ভট্টাচার্য৷ উচ্চমাধ্যমিকের খসড়া সিলেবাসে বাদ দেওয়া সুকান্তকে ফেরানোর ইঙ্গিত দিয়েছে রাজ্য শিক্ষা দফতর৷ সিলেবাসের খসড়া নিয়ে ফের পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

স্কুলের খসড়া সিলেবাসে মার্কস-এঙ্গেলস, কমিউনিজমকে কাটছাঁটের ঘটনায় শুরু হয়েছিল বিতর্ক৷ মার্কস-এঙ্গেলস থাকছেন এই ঘোষণা দিয়ে সেই বিতর্কে ইতি টেনেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷

শিক্ষামন্ত্রীর পথ অনুসরণ করেই কবি সুকান্ত ভট্টাচার্যকে বাদ দেওয়ার বিতর্কে ইতি টানল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ সুকান্তকে সিলেবাসে ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়েছে তারা।

সোমবার সংসদে জমা পড়েছে সিলেবাসের খসড়া সুপারিশও৷

উল্লেখ্য, কবি সুকান্তকে উচ্চমাধ্যমিকের খসড়া সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছিল। সাম্যবাদী কবি, সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাকা সুকান্তের এই বাদ পড়া নিয়েও বিতর্ক দানা বাঁধে।

সুকান্তকে বাদ দেওয়ার পক্ষে সরকারের সিলেবাস বিশেষজ্ঞ কমিটির ব্যাখ্যা- অল্প বয়সে সুকান্ত ভট্টাচার্য মারা যাওয়ায় নিজের কবিতার পরিণতি দেখে যেতে পারেননি। তাই যে কারণে সিলেবাসে এসেছেন- লালন ফকির, মৃদুল দাশগুপ্ত, মল্লিকা সেনগুপ্ত কিংবা ভাস্কর চক্রবর্তী, সুভাষ মুখোপাধ্যায় সে কারণেই বাদ পড়েছেন কিশোর কবি সুকান্ত৷

তবে শেষ পর্যন্ত সুকান্ত ভট্টাচার্যকে সিলেবাসে ফিরিয়ে আনার কথা জানিয়ে দিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি৷ ইঙ্গিত দিয়েছেন, খসড়া সিলেবাস পর্যালোচনায় ফিরতে পারে সুকান্তের কোনো কবিতা৷

আসলে সিলেবাসে রদবদল নিয়ে প্রকাশ্যে আসা এই বিতর্ক যে শিক্ষামন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী কেউই ভালভাবে নেননি তার স্পষ্ট ইঙ্গিত তাদের বক্তব্যে রয়েছে৷

শিক্ষামন্ত্রী থেকে একধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী সোমবার বলেছেন, মার্কস-লেনিন অচ্ছুত নন, কাউকে ভালবাসতে গিয়ে কাউকে বর্জন নয়৷

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যই সিলেবাসে কবি সুকান্তকে ফিরিয়ে আনার প্রেক্ষিত রচনা করেছে বলে অনেকে মনে করছেন।

বাংলাদেশ সময়: ০২০৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২

আরডি/
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।