ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ঝড়ে ৮০ বাড়ি বিধ্বস্ত, বজ্রপাতে নিহত ১

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  ভারতের ত্রিপুরা রাজ্যে গত সোমবারও বজ্রসহ ভারী বৃষ্টি হয়েছে। প্রবল বর্ষণে অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।



এদিন বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে গত দু’দিনে রাজ্যে বজ্রপাতে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেল।

সোমবার বজ্রপাতে মারা গেছেন বিশালগড়ে অমরেন্দ্র নগরের বাসিন্দা ৭২ বছরের বৃদ্ধ গোবিন্দ দেববর্মা।

এদিন প্রবল বর্ষণ ও ঝড়ে অমরপুরে কমপক্ষে ৮০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। মহকুমা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। আক্রান্তদের ত্রাণ সহায়তা এবং উদ্ধারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।