ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবে মহিলা কংগ্রেস

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরা রাজ্যে নারী নির্যাতনের বিরুদ্ধে রাজ্যের প্রতিটি থানার সামনে বিক্ষোভ দেখাবে মহিলা কংগ্রেস। সোমবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্য মহিলা কংগ্রেসের নেত্রী বিভা নাথ।



এদিন কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় রাজ্য মহিলা কংগ্রেসের মাসিক সভা। সভায় সিদ্ধান্ত হয়, ত্রিপুরার প্রতিটি থানার সামনে মহিলা কংগ্রেস সদস্যারা বিক্ষোভ দেখাবে। তবে বিক্ষোভ কর্মসূচির দিন তারিখ এখনো ঠিক হয়নি।

বিভা নাথ জানিয়েছেন, রাজ্যে বেড়ে চলা নারী নির্যাতনের বিরুদ্ধে তাদের এ কর্মসূচি।

সম্প্রতি রাজ্যের সাব্রুমে দুই নারীকে গণধর্ষণের ঘটনা ঘটে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মহিলা কংগ্রেস।

তবে নারী নির্যাতনের বিরুদ্ধে এই কর্মসূচির কথা বললেও আগামী বছরের শুরুতে বিধান সভা নির্বাচনও যে রাজ্য কংগ্রেসের মহিলা সংগঠনের মাথায় রয়েছে তা বলাই বাহুল্য। পর্যবেক্ষকরা মনে করছেন, নির্বাচনের দিকে নজর রেখেই মাঠে নামতে চাইছে মহিলা কংগ্রেস।

বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।